ঢাকার ডাক রিপোর্ট :
আজ ২৮ জুলাই রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালস লিমিটেড এ দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২২ উদযাপন করা হয় এবং একই সাথে দেশব্যাপী ফ্রি হেপাটাইটিস ক্যাম্পেইন ২০২২ এর সেবা কর্মসূচী ঘোষনা করেন বিআরবি গ্রুপ এর সম্মানিত পরিচালক জনাব মো: মফিজুর রহমান। উক্ত কর্মসূচীর আওতায় দেশব্যাপী বিআরবি হসপিটালস লিমিটেড ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সারাদেশে ফ্রি হেপাটাইটিস ক্যাম্পেইন ২০২২ এর মাধ্যমে জনগনকে এ রোগ সম্পর্কে সচেতন করা, যাতে সঠিক সময়ে রোগ নির্নয় করে, চিকিৎসার মাধ্যমে সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। দেশব্যাপী সেবা কর্মসূচী পরিচালনার লক্ষে বিআরবি হসপিটালস লিমিটেড প্রাথমিক ভাবে দেশের বিভিন্ন জেলায় উক্ত সেবা কর্মসূচী পরিচালনা করতে যাচ্ছে। আগামী আগস্ট ২০২২ এ কুষ্টিয়া জেলায় উক্ত কর্মসূচী শুরু করে পর্যায়ক্রমে প্রতিমাসে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার জেলায় ফ্রি হেলথ ক্যাম্পেইন, ফ্রি হেপাটাইটিস স্ক্রিনিং ও সচেতনতা মূলক সেমিনার আয়োজন করা হবে। বিআরবি হাসপাতালের বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২২ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন বাংলাদেশের হেপাটোবিলিয়ারী পেনক্রিয়াটিক সার্জারি এবং লিভার ট্রান্সপ্লান্ট এর পথিকৃত প্রফেসর ডা. মোহাম্মদ আলী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে দেশের স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ বাশার, বাংলাদেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশের স্বামধন্য কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো: নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হাসপাতালের ডিএমএস ও সিইও ডা. মো. মনসুর আলী। অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, কনসালটেন্ট, স্পোশালিস্ট, রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, নার্সসহ হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।