ঢাকার ডাক ডেস্ক : শেয়ারবাজারে আইপিও আবেদনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিনিয়োগ সীমা বাড়ল। এখন থেকে দেশের শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন করতে হলে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে একজন বিনিয়োগকারীর। আগে এই সীমা ছিল ২০ হাজার টাকা।
বুধবার (৮ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮২৬ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসি জানায়, বাজারে তারল্য বৃদ্ধি, সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ অভ্যাস গড়ে তোলা ও প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও আবেদনের সুযোগ প্রদানের লক্ষ্যে সাধারণ বিনিয়োগকারীদের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আর নন রেসিডেন্সিয়াল বাংলাদেশী (এনআরবি) বিনিয়োগকারীর বিনিয়োগ থাকতে হবে ১ লাখ টাকা। তাহলেই তারা আইপিওতে আবেদন করতে পারবে।
আগে সাধারণ ও এনআরবি দুই ধরনের বিনিয়োগকারীদের জন্য এই সীমা ছিল ২০ হাজার টাকা।