আলমগীর হোসেন, গজারিয়া প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামে প্রেমিকার ভাই, বাবা, চাচাদের মারধরে প্রেমিক স্কুল শিক্ষার্থী জান্নাতের মৃত্যুর ঘটনা ঘটে, গজারিয়া থানায় হত্যা মামলা, মামলার ১২ ঘন্টার মধ্যে ২ আসামি আটক করেছে পুলিশ, ময়নাতদন্তের শেষে মৃত্যুদেহ স্বজনদের কাছে হস্তান্তর। নিহত শিক্ষার্থী জান্নাতের বাবা-মা ও এলাকাবাসীর অভিযোগ গুয়াগাছিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জান্নাত এক ই ক্লাসের শিক্ষার্থী জান্নাতী বেগমের সাথে প্রেম সম্পর্কের জের ধরে জান্নাত কে একাধিকবার মারধর করেছিলো। গত বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিক জান্নাত কে ডেকে নিয়ে প্রেমিকা জান্নাতীর বাবা ও ভাই মেরে বাড়ির পাশে এক পরিতক্ত জঙ্গলে ফেলে দেয়। এলাকাবাসী জান্নাত কে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসা মৃত্যু ঘোষণা করে।
নিহত শিক্ষার্থীর মা সুমি বেগম বাদী হয়ে গজারিয়া থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই সেকান্দর আলী সহ চৌকস অফিসার দের সমন্বয়ে গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ১২ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত দুই আসামিকে আটক করতে সক্ষম হয়েছেন । আটককৃত আসামিরা হলেন ১,মামুন বেপারী(৪৫) পিতা হোসেন বেপারী হুসু , ২ আলেহা বেগম (৪৫)।
শনিবার বিকেলে গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রইছ উদ্দিন প্রেসব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কে সংবাদটি নিশ্চিত করেন। তিনি আরও বলেন তদন্তের স্বার্থে অনেক কথা বলা যাবে না, আটককৃত আসামীদেরকে কোট হাজতে প্রেরণ করা হবে।