নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ দেড় বছরের শিশু তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনেরই মরদেহ উদ্ধার করা হলো।
মঙ্গলবার সকালে ধর্মগঞ্জের নদীর পাড় থেকে তাসফিয়ার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
তাসফিয়া ট্রলারডুবিতে মারা যাওয়া তাসনিমের মেয়ে। ওই দুর্ঘটনায় তাসফিয়ার নানি জেসমিন বেগম, মা তাসনিম ও ভাই তানিমও মারা গেছেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করে বলেন, সকালে ধর্মগঞ্জে নদীর পাড়ে শিশুটির মরদেহটি ভেসে ওঠে। পরে নৌ পুলিশ সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করে। এর মাধ্যমে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে বলে জানান ইউএনও ফেরদৌস।
গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় এমভি ফারহান-৬ নামে ট্রলারটি ডুবে ১০ জন নিখোঁজ হন। বেশিরভাগ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন ১০ জন। পরে একে একে সবার মরদেহ উদ্ধার করা হলো।