আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক সভাপতি ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দলটির বর্তমান সভাপতি জে পি নাড্ডা। ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, রাজনাথ সিং নিজে টুইট করে এসব তথ্য জানিয়েছেন। সোমবার এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। উপসর্গ মৃদু। আমি কোয়ারেন্টিনে আছি। যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের আইসোলেশনে থাকার এবং করোনার পরীক্ষা করানোর অনুরোধ জানাচ্ছি।’
রাজনাথ সিং এমন সময় করোনায় আক্রান্ত হলেন, যখন ভারতে সংক্রমণ বাড়ছে। দেশটির রাজধানী দিল্লিতে এ সংক্রমণ শনাক্তের হার বাড়ছে। রোববার ২৪ ঘণ্টায় কেন্দ্রশাসিত এই এলাকায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৫১ জন। সংক্রমণের হার ২৩।
এদিকে বিজেপির বর্তমান সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও করোনায় আক্রান্ত। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনা পরীক্ষা করেছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভালো আছি।’
করোনায় আক্রান্ত বিজেপি সভাপতি জে পি নাড্ডা আইসোলেশনে রয়েছেন। এ ছাড়া তার সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের আইসোলেশনে থাকার ও করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন তিনি।