মানিকগঞ্জ প্রতিনিধি : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের তিনটি ভোটকেন্দ্রে আড়াই ঘণ্টা পর পৌঁছালো ব্যালট পেপার।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
কেন্দ্রগুলো হলো উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘুটিয়া উমর আলী উচ্চ বিদ্যালয় ও বাঘুটিয়া দাখিল মাদ্রাসা।
জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্গম চরাঞ্চল হওয়ায় সেখানকার যাতায়াত ব্যবস্থা অনেক কঠিন। কুয়াশার কারণে নদীপথে ট্রলারটি দিক হারিয়ে ফেলায় নির্দিষ্ট সময়ে ব্যালট পেপার পৌঁছাতে পারেনি। আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে ওই তিনটি কেন্দ্রে পৌঁছে যায়।
সেখানে ভোটারদের ভোট নিতে যত সময় লাগবে ততক্ষণ পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানান তিনি।
মানিকগঞ্জের দুই উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৩৬৯ জন এবং সংরক্ষতি মহিলা আসনে ১০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে দৌলতপুর উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ২৮৫ জন এবং সংরক্ষতি নারী আসনে ১০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।