জাকারিয়া আল মামুন, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের অসহায় ও দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বাহাদুরসাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার এবং বাহাদুরসাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আমার নিজ কার্যালয়ে কালীগঞ্জের শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি (এমপির) নির্দেশনা অনুযায়ী আমি বাহাদুরসাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অসহায় ও দরিদ্র শীতার্থ পরিবারের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করি। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক ওসমান গনি মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাবেদ ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় নেতৃবৃন্দ।