ক্যাম্পাস প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আটটি বিভাগের বিএফএ (সম্মান) শ্রেণির সমন্বিত ওরিয়েন্টেশন ক্লাস শুরুর মাধ্যমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) চারুকলা অনুষদের নবনির্মিত ওসমান জামাল মিলনায়তনে বেলা ১১টায় অনুষদের সবগুলো বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে এই আনুষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়।
এতে অনুষদের আটটি বিভাগের ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা মোট ১১৭ জন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ক্লাসের অনুভূতি জানিয়ে চারুশিল্প বিভাগের চেয়ারপারসন ফারহানা ফেরদৌসী বলেন, আজকে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক পরিচিতি পর্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসের সূচনা হলো। শিক্ষার্থীরা অত্যন্ত প্রাণবন্ত ছিল।
ওরিয়েন্টেশন ক্লাসের ব্যাপারে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, আজকে (শনিবার) আমরা অনুষদের আটটি বিভাগের শিক্ষার্থীদের একসাথে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছি। বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী এক তারিখে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এই ওরিয়েন্টেশন ক্লাসটি নিয়েছি। শিক্ষক শিক্ষার্থীদের পরিচিতির পাশাপাশি অনুষদ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সব শিক্ষক উপস্থিত ছিলেন। আগামীকাল থেকে অনুষদভুক্ত বিভাগগুলোর নিয়মিত ক্লাস হবে বলেও জানান তিনি।