জাকারিয়া আল মামুন, কালীগঞ্জ উপজেলা (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জ পৌর এলাকায় অবৈধভাবে পরিচালিত ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ অভিযান পরিচালনার মাধ্যমে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। গাজীপুর পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালীগঞ্জ পৌরসভা এলাকায় অবৈধ ইটভাটাবিরোধী অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় মূলগাঁও এলাকার মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম), গোনাপাড়া এলাকার মেসার্স উমামা ব্রিকস ও মেসার্স আরসিজি ব্রিকস এস্কেভেটর (ভেকু) দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা ইটভাটার কিলনের আগুন নিভিয়ে দেয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স ফারুক ট্রেডার্সকে (এমএসএম) ১ লাখ টাকা ও মেসার্স উমামা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়া, সহকারী পরিচালক মোঃ মঈনুল হক, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, গবেষণা সহকারী মাহবুবুর রহমান।