মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। ফুভামুল্লাহ আইল্যান্ড সফরকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ কল্যাণ বোর্ডের সদস্যপদগ্রহণ, বৈধপথে রেমিট্যান্স পাঠানো ও স্থানীয় আইন সম্পর্কে বাংলাদেশিদের ধারণা দেন। এরপর রাষ্ট্রদূত তাদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
এছাড়া ফুভামুল্লাহ সিটি কাউন্সিলের মেয়র-কাউন্সিলরদের সঙ্গে প্রবাসীদের সুযোগ-সুবিধা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সফরকালে হাইকমিশনের পক্ষ থেকে এমটিসিসি কোম্পানির ওয়ার্কসাইট ভিজিট করা হয় ও সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করা হয়।