বিনোদন ডেস্ক : নাট্যনির্মাতা সৌমিত্র ঘোষ ইমন নির্মাণ কনেছেন ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’। আরোহী চৌধুরীর রচনায় এই নাটকের পাত্র-পাত্রীরা হলেন এম এ সালাম সুমন, রেজমিন সেতু, হারুনর-রশিদ, আলামিনসহ অনেকে। আগামীকাল রাত ৮টায় চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে বলে জানান এর নির্মাতা।
এ প্রসঙ্গে অভিনেতা সুমন বলেন, ‘অনেক মজার একটা গল্প ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’। গল্পটা শোনার পর কাজ করতে আগ্রহী হই। সেতুর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি। সৌমিত্র ঘোষ ইমন দক্ষতা দিয়ে নাটকটি পরিচালনা করেছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
পরিচালক সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘সুমন-সেতুকে নিয়ে মজার একটা গল্প নির্মাণ করেছি। দুজনের গল্পে রসায়নটা দারুণ ছিল! আশাকরি দর্শক দেখে মজা পাবে।’