স্টাফ রিপোর্টার : ইমরান স্মৃতি কল্যাণ ফাউন্ডেশন, এর সভাপতি, জনাব মো: ফোরকান আসিফ ইসলাম ইভান বলেছেন, “ফখরুল আহসানুর ইসলাম ইমরান” ভাই যদি বেঁচে থাকতো, তাহলে হয়তো একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ সমাজসেবক পেতাম আজ আমরা, যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারতো। শনিবার (৩০ অক্টোবর) ‘ইমরানের ৩৪তম মৃত্যু বার্ষিকী’ উপলক্ষে দেওয়া এক বাণীতে সভাপতি বলেন, ‘ইমরান ভাই আজ বেঁচে থাকলে কী করতো-এই ভাবনাটা আমাকে প্রায়ই ভাবায়। আজ এত বছর পরেও ইমরান ভাইকে এলাকাবাসী শ্রদ্ধা ভরে স্মরণ করছে। কারণ ইমরান তাঁর মহানুভবতা ও ব্যবহারে ছিল অমায়িক।’ তিনি বলেন, বিভীষিকাময় সেই দিনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত এখনও গভীর শোকের সঙ্গে স্মরণ করে আমার পরিবার। আমি তাঁকে গভীর ভালোবাসা ও পরম মমতায় স্মরণ করি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। পিতা-মাতা তাকে আদর করে ডাকতেন “সনেট” নামে। ইমরান নামটি শুনলেই প্রথমে যে ছবিটি সামনে আসে তা হলো- হাস্যোজ্জ্বল, প্রাণচঞ্চল এক ছোট্ট শিশুর দুরন্ত শৈশব; যে শিশুর চোখগুলো হাসি-আনন্দে ভরপুর। মাথা ভর্তি অগোছালো চুলের সুন্দর একটি মুখাবয়ব, যে মুখাবয়ব ভালোবাসা ও মায়ায় মাখা। সভাপতি, জনাব মোঃ ফোরকান আসিফ ইসলাম ইভান বলেন, এই কোমলমতি শিশু ইমরানকে আমরা হারিয়েছি ১৯৮৭ সালের ৩০শে অক্টোবর রোজ শুক্রবার। সভাপতি বলেন, ইমরান আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে, অত্র এলাকার শিশুরা বড় হবে এবং সোনার বাইগারটেক এলাকা গড়তে তারা এগিয়ে আসুক- আজ এ প্রত্যাশাই করি।’ সভাপতি ‘ইমরান’ ভাইয়ের মৃতু বার্ষিকী ২০২১ উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
Home / জাতীয় / ইমরান বেঁচে থাকলে দূরদর্শী ও আদর্শ সমাজসেবক পেতাম : সভাপতি, ইমরান স্মৃতি কল্যাণ ফাউন্ডেশন