
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র নায়েক মোঃ আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল বৃহস্পতিবার বেলা ২টা ৫০মিনিটের দিকে লক্ষীপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি মালামাল নিয়ে চোরাকারবারীরা ভারতের সীমান্ত এলাকা পেরিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে।
এ সময় বিজিবি জোয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌঁড়ে সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি জোয়ানরা ঘটনাস্থল থেকে চোরাচালানকৃত ৭৮ পিস বেনারশী শাড়ী ও ৫৮৯ পিস জর্জেট প্রিন্ট শাড়ী আটক করে। আটককৃত শাড়ীর সিজার মূল্য ২৫ লক্ষ ৮ হাজার ৫ শত টাকা।
আটককৃত এ সকল মালামাল শুক্রবার সকালে নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেয়া হবে।