স্পোর্টস ডেস্ক : দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা-মরার। আজ যে দল হারবে, বিশ্বকাপ থেকে তাদের বিদায় বলতে গেলে নিশ্চিত। এমন সমীকরণ মাথায় নিয়ে আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমেছে নেদারল্যান্ডস।
ম্যাচে টস জিতেছেন নামিবিয়ার অধিনায়ক গারহার্ড এরাসমাস। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না নেদারল্যান্ডসের। স্টিফেন মাইবার্গ আর ম্যাক্স ও’দাউদ ৩৪ বলে দলকে এনে দেন ৪২ রান।
পাওয়ার প্লের শেষ ওভারে এসে ফেরেন মাইবার্গ (১৬ বলে ১৭)। এরপর সুবিধা করতে পারেননি ফন ডার মারউইও (৪ বলে ৬)। ১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নেদারল্যান্ডস।
ও’দাউদ আর কলিন অ্যাকারম্যান এরপর দেখেশুনে খেলা শুরু করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ডাচদের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। ও’দাউদ ৩৬ আর অ্যাকারম্যান ৭ রানে অপরাজিত আছেন।