নোয়াখালী প্রতিনিধি : ঈদ উপহার ও কোরবানির জন্য ২৩৫টি গরু পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গারা।
সোমবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনীর ক্যাম্প ইনচার্জ শংকর বিশ্বাস।
তিনি বলেন, ‘জীবন নির্বাহ প্রকল্পে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেয়া ঈদ উপহার সামগ্রী এবং কোরবানির পশু নিয়ে ওয়্যার হাউজের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন রোহিঙ্গারা। গরুগুলোকেও বর্ণিল সাজে সাজিয়ে বিভিন্ন ক্লাস্টার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় আনন্দ শোভাযাত্রাটি।’
তিনি আরও বলেন, ‘গত দুইদিন ধরেই ভাসানচরের রোহিঙ্গাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রথম দিনে পৌঁছে দেয়া ভ্যান গাড়ি, সেলাই মেশিন ও মাছ ধরার জালসহ নানা সামগ্রী দেয়া হয়। এরপর যায় কোরবানির জন্য ২৩৫টি গরু।’
আয়েশা বেগম নামে এক রোহিঙ্গা নারী বলেন, ‘ঈদ তো আনন্দের উপলক্ষ। শুনেছি সবার ঘরে ঘরে গরুর মাংস দেয়া হবে। ছেলে-মেয়েদের নিয়ে ভালোভাবে ঈদ কাটাবো। গত ঈদের মতো এবারও বাচ্চাদের জন্য খেলাধুলার আয়োজন থাকছে।’
ভাসানচরের আশ্রয়ণ-৩ প্রকল্পের পরিচালক কমডোর এম রাশেদ সাত্তার বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো কয়েকটি দেশি-বিদেশি সাহায্য সংস্থাকে সম্পৃক্ত করে রোহিঙ্গাদের জন্য দুই শতাধিক গরু দিয়ে কোরবানির ঈদের আয়োজন করা হচ্ছে। এখানে থাকা প্রতিটি পরিবারের মধ্যে কোরবানির ঈদের দিন মাংস বিতরণ করা হবে।’
অন্যদিকে বেসরকারি সাহায্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ জাফর আলম বলেন, ‘ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ইসলামিক রিলিফ বগুড়া থেকে গরুগুলো সংগ্রহ করেছে। কোরবানির দিন প্রতিটি পরিবারের মধ্যে গড়ে দুই কেজি মাংস দেয়া হবে।’
প্রসঙ্গত, কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে এ পর্যন্ত ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে আরও ৮০ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।