Home / বিনোদন / শেষ হয়ে যাচ্ছে বিবিসির জনপ্রিয় সিরিজ পিক ব্লাইন্ডার্স

শেষ হয়ে যাচ্ছে বিবিসির জনপ্রিয় সিরিজ পিক ব্লাইন্ডার্স

বিনোদন ডেস্ক  :   সিলিয়ান মারফি এবং বিবিসি ড্রামা ‌‘পিক ব্লাইন্ডার্স’ -এর ভক্তদের জন্য রয়েছে মন খারাপ করা সংবাদ। জনপ্রিয় এই সিরিজটি আর দেখা যাবে না। ষষ্ঠ সিজন দিয়েই শেষ হয় যাচ্ছে এটি।

অস্কার মনোনীত পরিচালক স্টিভেন নাইট দ্বারা নির্মিত এই সিরিজের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। গত বছর করোনার সময় বেশ কিছুদিন বন্ধ ছিল সিরিজের শুটিং। সে সময় যুক্তরাজ্যের কঠোর লকডাউনসহ বেশ কিছু প্রতিকূলতা পার করতে হয়েছে তাদের।

লকডাউন পরবর্তী সময়ে ষষ্ঠ সিজনের শুটিং শেষ হলেও সিরিজটি আর নতুন করে পুনর্নির্মাণ করতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান।

তবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছেন নাইট। তিনি বলেন, ষষ্ঠ সিজনে পিকি ব্লাইন্ডার্স শেষ হয়ে গেলেও অন্য রূপে সিরিজটি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

প্রসঙ্গত, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম পর্ব প্রকাশ করে বিবিসি। এ পর্যন্ত সিরিজটির ৫টি সিজন বের হয়েছে। সর্বশেষ সিজন বের হয় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে।

সিরিজটি তৈরি করেছে সেভেন নাইট। প্রথম সিজনের পরিচালনায় ছিলেন অটো ব্যাথার্স্ট এবং প্রযোজনায় ছিলেন কেটি সুইন্ডেন।

Check Also

সুস্মিতার পথে হাটতে চান জাহারা মিতু

বিনোদন ডেস্ক  :   ২০০০ সালে মাত্র ২৫ বছর বয়সে ভরা যৌবনে বিয়ে না করে উল্টো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *