
সালমান খানের বজরঙ্গী ভাইজান ছবিটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। তুমুল দর্শকপ্রিয় এই ছবিতে সকলের নজর কেড়ে নিয়েছিল শিশু শিল্পী হর্ষালী মালহোত্রা। ছবি মুক্তির পর ৫ বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে। সেই ছোট্ট ‘মুন্নি’ এখন অনেক বড় হয়ে গেছে। ছবি: ইনস্টাগ্রাম

মুন্নি এত বড় হয়ে গিয়েছে যে পরিচয় করিয়ে না দিলে তাকে চেনা যায় না। ছবি: ইনস্টাগ্রাম

বজরঙ্গী ভাইজান ছবিতে মুন্নি চরিত্রে হর্ষালী মালহোত্রা যখন অভিনয় করেছিল তখন তার বয়স ছিল ৭ বছর। ছবি: ইনস্টাগ্রাম

মুন্নির বয়স এখন ১২। কিন্তু বয়সের তুলনায় বেশ খানিকটা বড় মনে হয় তাকে। ছবি: ইনস্টাগ্রাম

প্রথম ছবিতেই মুন্নি চরিত্রের হর্ষালী মালহোত্রা তারকা হয়েছিল। বড় বড় তারকারা তখন তার সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। ছবি: ইনস্টাগ্রাম

হর্ষালী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। ছবি: ইনস্টাগ্রাম

তবে এখন আর অভিনয় নয়, হর্ষালী মালহোত্রা লেখাপড়ায় মন দিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম

শুটিং সেটে এবং ছবি মুক্তির পর অন্যত্রও সালমানকে সে মামা বলে ডাকতো। ছবি: ইনস্টাগ্রাম