
কারিনা কাপুর ওয়ার্ক আউট শেষ করে তার পর সেলফি তোলায় মন দিয়েছেন। তিনি রোদে কালো হওয়া থেকে বাঁচতে বেশি সময় রোদে দাঁড়িয়ে সেলফি তোলেন না।

ছোটপর্দায় সুন্দরী হিনা খান। জন ডেনভারের সানশাইন অন মাই শোল্ডার্স গানটাকে কেমন সত্যি করে তুলেছেন তিনি, তা কিন্তু শেখার মতো। জন ডেনভারের কথা মেনে চলেন রোদে কালো হওয়া থেকে বাঁচতে।

করোনাকালের ট্রেন্ড শিখতে হয় বলিউডের পরিণীতি চোপড়ার কাছ থেকে। প্রাথমিক ব্যবহারিক স্বাস্থ্যবিধি মেনে, মুখে মাস্ক দিয়েও কীভাবে ঝলমল করতে হয় রোদে, তা পরিণীতি প্রমাণ করে দিয়েছেন।

মৌনি রায় মনে করেন সান কিসড সেলফির আসল মজাই হল সানগ্লাস। সেটা তুলে ধরেছেন ছোটপর্দা ও বলিউডের এই জনপ্রিয় নায়িকা। সমুদ্র সৈকতে বা অন্য যে কোনো জায়গায় সানগ্লাস আর রোদে মৌনির এই ট্রেন্ড ফলো করা যেতেই পারে।

দিশা পাটানি বলিউডের নায়িকাদের মধ্যে দিশা একেবারে শেষ প্রজন্মের। কিন্তু আদতে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের এই মুখ ভালোই জানেন কীভাবে রোদকেও সৌন্দর্য বাড়িয়ে তোলার কাজে ব্যবহার করা যায়! তাই দিশার এই সান কিসড সেলফির স্টাইল ঘরে থেকেই কাজে লাগানো যেতে পারে।