Home / ফটো গ্যালারি / সুশান্তের ‘দিল বেচারা’ যে ইতিহাস গড়েছে

সুশান্তের ‘দিল বেচারা’ যে ইতিহাস গড়েছে

একটা সময় রেটিং ১০-এ পৌঁছে যায় । সেই সময় ১,০৪৮ জন রেটিং দিয়েছিলেন। পরে অবশ্য কিছুটা রেটিং কমে যায়। শনিবার দুপুরে রেটিং সামান্য কমে দাঁড়ায় ৯.৮।

একটা সময় রেটিং ১০-এ পৌঁছে যায় । সেই সময় ১,০৪৮ জন রেটিং দিয়েছিলেন। পরে অবশ্য কিছুটা রেটিং কমে যায়। শনিবার দুপুরে রেটিং সামান্য কমে দাঁড়ায় ৯.৮।

আইএমডিবি'তে রেটিং-এ দশে দশ পায় ছবিটি। এখনও পর্যন্ত সর্বকালীন সেরা রেটিং পাওয়া সিনেমার তকমা পেল ‘দিল বেচারা’।

আইএমডিবি’তে রেটিং-এ দশে দশ পায় ছবিটি। এখনও পর্যন্ত সর্বকালীন সেরা রেটিং পাওয়া সিনেমার তকমা পেল ‘দিল বেচারা’।

সুশান্ত সিংহ রাজপুতের ছবি দেখে কার্যত আপ্লুত নেট দুনিয়া। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই সোশ্যাল মিডিয়ায় আবেগ ধরে রাখতে পারেনি।

সুশান্ত সিংহ রাজপুতের ছবি দেখে কার্যত আপ্লুত নেট দুনিয়া। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই সোশ্যাল মিডিয়ায় আবেগ ধরে রাখতে পারেনি।

শুক্রবার সন্ধে থেকে ০.২ রেটিং কমলেও এখনো বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সিনেমার তালিকার শীর্ষে আছে ‘দিল বেচারা’।

শুক্রবার সন্ধে থেকে ০.২ রেটিং কমলেও এখনো বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সিনেমার তালিকার শীর্ষে আছে ‘দিল বেচারা’।

সাড়ে সাতটা বাজতেই ঝড়ের গতিতে দর্শক সংখ্যা বেড়ে যায় হটস্টারে। সেই জন্য ২ ঘণ্টা পরেই ক্রাশ করে যায় হটস্টার। ট্যুইট করে জানান ফিল্ম ডিরেক্টর হনশল মেহতা।

সাড়ে সাতটা বাজতেই ঝড়ের গতিতে দর্শক সংখ্যা বেড়ে যায় হটস্টারে। সেই জন্য ২ ঘণ্টা পরেই ক্রাশ করে যায় হটস্টার। ট্যুইট করে জানান ফিল্ম ডিরেক্টর হনশল মেহতা।

Check Also

মডেল হতে চেয়ে যে তরুণী পুলিশ অফিসার হয়েছেন

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডকে দেখেই ঠিক করেছিলেন, মেয়ে হলে নাম রাখবেন ওই সুন্দরী নীলনয়নার নামেই। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *