Breaking News
Home / ফটো গ্যালারি / লকডাউনে সানি লিওন কোথায় ছিলেন?

লকডাউনে সানি লিওন কোথায় ছিলেন?

লকডাউনে শুটিং বন্ধ। কিন্তু তাতে রোজকার নিয়মে ছেদ পড়েনি। সকালে নিয়মিত যোগব্যায়াম তার বহুদিনের অভ্যাস। ভক্তদের উৎসাহ দিতে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিলেন সানি।

লকডাউনে শুটিং বন্ধ। কিন্তু তাতে রোজকার নিয়মে ছেদ পড়েনি। সকালে নিয়মিত যোগব্যায়াম তার বহুদিনের অভ্যাস। ভক্তদের উৎসাহ দিতে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিলেন সানি।

এই সময়েও ফোটোশুট চালিয়ে গিয়েছেন সানি। ইনস্টাগ্রামে সেই ছবি তুলে ধরেছেন ভক্তদের জন্য।

এই সময়েও ফোটোশুট চালিয়ে গিয়েছেন সানি। ইনস্টাগ্রামে সেই ছবি তুলে ধরেছেন ভক্তদের জন্য।

ফোটোশুটে নানা মুডে দেখা গিয়েছে বলিউডের বোল্ড অ্যান্ড বিউটিফুলকে।

ফোটোশুটে নানা মুডে দেখা গিয়েছে বলিউডের বোল্ড অ্যান্ড বিউটিফুলকে।

গত ১৩ মে ছিল সানি লিওনের জন্মদিন। ইচ্ছা থাকলেও অন্যান্য বারের মতো সেলিব্রেশনের উপায় এবার নেই। তাই একটু অন্যরকম ভাবে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

গত ১৩ মে ছিল সানি লিওনের জন্মদিন। ইচ্ছা থাকলেও অন্যান্য বারের মতো সেলিব্রেশনের উপায় এবার নেই। তাই একটু অন্যরকম ভাবে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ১০ মে মাদার্স ডে উপলক্ষে তিন সন্তানকে নিয়ে ছবি পোস্ট করেন সানি। সেই সঙ্গে বার্তা দেন, ‘করোনার মতো অদৃশ্য শত্রুর হাত থেকে সন্তানদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সুযোগ আমার আছে।’ জানিয়ে দেন তার গন্তব্য, ‘গোপন উদ্যান’। সঙ্গী ছিলেন স্বামী ওয়েবার ও তাদের তিন সন্তান। দুই ছেলে আশার ও নোয়া এবং মেয়ে নিশা।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ১০ মে মাদার্স ডে উপলক্ষে তিন সন্তানকে নিয়ে ছবি পোস্ট করেন সানি। সেই সঙ্গে বার্তা দেন, ‘করোনার মতো অদৃশ্য শত্রুর হাত থেকে সন্তানদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সুযোগ আমার আছে।’ জানিয়ে দেন তার গন্তব্য, ‘গোপন উদ্যান’। সঙ্গী ছিলেন স্বামী ওয়েবার ও তাদের তিন সন্তান। দুই ছেলে আশার ও নোয়া এবং মেয়ে নিশা।

সানি উড়ে গিয়েছিলেন আমেরিকায়। লজ অ্যাঞ্জেলসে নিজের বাড়ি রয়েছে তার। হলিউড থেকে আধ ঘণ্টা দূরে শেরমান ওক এলাকায়।

সানি উড়ে গিয়েছিলেন আমেরিকায়। লজ অ্যাঞ্জেলসে নিজের বাড়ি রয়েছে তার। হলিউড থেকে আধ ঘণ্টা দূরে শেরমান ওক এলাকায়।

এখন শুটিংয়ের ব্যস্ততা নেই। প্রকৃতির মাঝে ওয়েবারের সঙ্গে একান্ত সময় যাপন। যুগলের সেই ছবি ভক্তদের জন্য ইনস্টাগ্রামে তুলে ধরেছেন সানি।

এখন শুটিংয়ের ব্যস্ততা নেই। প্রকৃতির মাঝে ওয়েবারের সঙ্গে একান্ত সময় যাপন। যুগলের সেই ছবি ভক্তদের জন্য ইনস্টাগ্রামে তুলে ধরেছেন সানি।

প্রকৃতির মাঝে সুখী গৃহকোণ। সেখানকারই একটি অংশ থেকে ক্যামেরাবন্দি হয়েছে লস অ্যাঞ্জেলসের এক টুকরো আকাশ। ইনস্টাগ্রামে সেই ছবি তুলে ধরেছেন ওই অভিনেত্রী।

প্রকৃতির মাঝে সুখী গৃহকোণ। সেখানকারই একটি অংশ থেকে ক্যামেরাবন্দি হয়েছে লস অ্যাঞ্জেলসের এক টুকরো আকাশ। ইনস্টাগ্রামে সেই ছবি তুলে ধরেছেন ওই অভিনেত্রী।

ওই বাড়ির অন্দরসজ্জা কেমন? সেই ছবিও ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি।

ওই বাড়ির অন্দরসজ্জা কেমন? সেই ছবিও ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি।

শহর থেকে অনেক দূরে। সেখানে দূষণ নেই। রয়েছে তাজা বাতাস আর প্রকৃতির ছোঁয়া। সেই প্রাকৃতিক সৌন্দর্যের ছবি শেয়ার করে সানি লিখেছেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখা অভ্যাস করছি।’

শহর থেকে অনেক দূরে। সেখানে দূষণ নেই। রয়েছে তাজা বাতাস আর প্রকৃতির ছোঁয়া। সেই প্রাকৃতিক সৌন্দর্যের ছবি শেয়ার করে সানি লিখেছেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখা অভ্যাস করছি।’

ক্যালিফোর্নিয়ায় রয়েছে বিখ্যাত আন্ডারউড ফ্যামিলিজ ফার্ম। টাটকা সব্জির জন্য বিখ্যাত ওই ফার্মটি। সেই বাগান থেকে তাজা সব্জি সংগ্রহ করতে দেখা গিয়েছে সানিকে। এ কথা বলে দিচ্ছে তার শেয়ার করা ছবি।

ক্যালিফোর্নিয়ায় রয়েছে বিখ্যাত আন্ডারউড ফ্যামিলিজ ফার্ম। টাটকা সব্জির জন্য বিখ্যাত ওই ফার্মটি। সেই বাগান থেকে তাজা সব্জি সংগ্রহ করতে দেখা গিয়েছে সানিকে। এ কথা বলে দিচ্ছে তার শেয়ার করা ছবি।

ভক্তদের জন্য লস অ্যাঞ্জেলসের ওই বাড়ির রান্নাঘরের ছবিও শেয়ার করেছেন সানি।

ভক্তদের জন্য লস অ্যাঞ্জেলসের ওই বাড়ির রান্নাঘরের ছবিও শেয়ার করেছেন সানি।

বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যেও লজ অ্যাঞ্জেলসের দিনগুলো আনন্দেই কাটিয়েছেন ওই বলিউড অভিনেত্রী। সানির ছবিতেই তা স্পষ্ট।

বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যেও লজ অ্যাঞ্জেলসের দিনগুলো আনন্দেই কাটিয়েছেন ওই বলিউড অভিনেত্রী। সানির ছবিতেই তা স্পষ্ট।

প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটানো। লস অ্যাঞ্জেলস থেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সানি।

প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটানো। লস অ্যাঞ্জেলস থেকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সানি।

Check Also

মসুর ডাল কেন খাবেন?

মসুর ডাল আামদের ঘরে ঘরে প্রধান এক ডালশস্য রূপে পরিচিত। অত্যন্ত সহজ পদ্ধতিতেই মুসুর ডাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *