Home / ফটো গ্যালারি / ধূমপান ছেড়ে দিয়েছেন যেসব তারকা

ধূমপান ছেড়ে দিয়েছেন যেসব তারকা

ধূমপায়ী হিসেবে এক সময় বলিউডে প্রায় সবার উপরে নাম ছিল সালমান খানের। কিন্তু স্নায়ুর রোগে আক্রান্ত হওয়ার পর ধূমপান ছেড়ে দেন সালমান খান।

ধূমপায়ী হিসেবে এক সময় বলিউডে প্রায় সবার উপরে নাম ছিল সালমান খানের। কিন্তু স্নায়ুর রোগে আক্রান্ত হওয়ার পর ধূমপান ছেড়ে দেন সালমান খান।

ধূমপানে বেশায় আসক্ত ছিলেন রণবীর কাপুর। শোনা যায়, বরফির পরিচালক অনুরাগ বসু এবং নীতু কাপুরের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত ধূমপান ছাড়তে বাধ্য হন রণবীর।

ধূমপানে বেশায় আসক্ত ছিলেন রণবীর কাপুর। শোনা যায়, বরফির পরিচালক অনুরাগ বসু এবং নীতু কাপুরের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত ধূমপান ছাড়তে বাধ্য হন রণবীর।

ঋত্বিক রোশনও ছেড়েছেন ধূমপানের অভ্যেস।

ঋত্বিক রোশনও ছেড়েছেন ধূমপানের অভ্যেস।

কঙ্কনা সেনশর্মাও এক সময় বলিউডে চেইন স্মোকার হিসেবে পরিচিত ছিলেন বলে শোনা যায়। এরপর অন্তঃসত্ত্বা হওয়ার পর ধূমপান ছেড়ে দেন কঙ্কনা।

কঙ্কনা সেনশর্মাও এক সময় বলিউডে চেইন স্মোকার হিসেবে পরিচিত ছিলেন বলে শোনা যায়। এরপর অন্তঃসত্ত্বা হওয়ার পর ধূমপান ছেড়ে দেন কঙ্কনা।

ধূমপায়ী হিসেবে বলিউডে পরিচিত ছিলেন অজয় দেবগণও। শেষ পর্যন্ত স্ত্রী কাজলের কথায় এই নেশা ছাড়েন অজয়।

ধূমপায়ী হিসেবে বলিউডে পরিচিত ছিলেন অজয় দেবগণও। শেষ পর্যন্ত স্ত্রী কাজলের কথায় এই নেশা ছাড়েন অজয়।

ধূমপানে আসক্ত ছিলেন অর্জুন রামপালও। শেষে নিজে ট্যুইটার হ্যান্ডেলে ঘোষণা করে ধূমপান ছাড়েন বলিউডের এই অভিনেতা।

ধূমপানে আসক্ত ছিলেন অর্জুন রামপালও। শেষে নিজে ট্যুইটার হ্যান্ডেলে ঘোষণা করে ধূমপান ছাড়েন বলিউডের এই অভিনেতা।

চেইন স্মোকার হিসেবে পরিচিত ছিলেন বিবেক ওবেরয়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক-বিরোধী মুখ হওয়ার পর ত্যাগ করেছেন এই নেশা।

চেইন স্মোকার হিসেবে পরিচিত ছিলেন বিবেক ওবেরয়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক-বিরোধী মুখ হওয়ার পর ত্যাগ করেছেন এই নেশা।

Check Also

সুনীল শেটিকে যে কারণে অবহেলা করেছিল বলিউড

ভবিষ্যতে বাবার হোটেল-ব্যবসায়ে যোগ দেবেন, পরিকল্পনা ছিল সে রকমই। তাই স্কুলজীবনের পরে হোটেল ম্যানেজমেন্ট কোর্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *