Home / ফটো গ্যালারি / বিশ্বের যে ১০টি মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন

বিশ্বের যে ১০টি মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন

লিড মসজিদ: আলবেনিয়ার সাকোদার নগরীতে এই মসজিদটি অবস্থিত।

লিড মসজিদ: আলবেনিয়ার সাকোদার নগরীতে এই মসজিদটি অবস্থিত।

হুই মসজিদ: চীনের নিংজিয়ায় এই মসজিদটি রয়েছে। চীনের বিভিন্ন প্রদেশের মুসলমানরা এই মসজিদে নামাজ পড়তে আসেন।

হুই মসজিদ: চীনের নিংজিয়ায় এই মসজিদটি রয়েছে। চীনের বিভিন্ন প্রদেশের মুসলমানরা এই মসজিদে নামাজ পড়তে আসেন।

সেন্ট পিটার্সবুগ মসজিদ: রাশিয়ার পিটার্সবুর্গে এই মসজিদটি রয়েছে। এটি বিশ্বের অন্যতম সৌন্দর্য মÐিত মসজিদ।

সেন্ট পিটার্সবুগ মসজিদ: রাশিয়ার পিটার্সবুর্গে এই মসজিদটি রয়েছে। এটি বিশ্বের অন্যতম সৌন্দর্য মÐিত মসজিদ।

আল নিদা মসজিদ: এই মসজিদটি ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত।

আল নিদা মসজিদ: এই মসজিদটি ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত।

সানসাইন মসজিদ: অস্ট্রেলিয়ায় অবস্থিত এই মসজিদটির গায়ে সূর্যের আলো পরলে চকচক করে।

সানসাইন মসজিদ: অস্ট্রেলিয়ায় অবস্থিত এই মসজিদটির গায়ে সূর্যের আলো পরলে চকচক করে।

শেখ জায়েদ গ্রান্ড মসজিদ: সংযুক্ত আরব আমিরাতের আবুদাবিতে এই মসজিদটি রয়েছে। সৌন্দর্যের জন্য এই মসজিদটি বিশ্বব্যাপি পরিচিতি লাভ করেছে।

শেখ জায়েদ গ্রান্ড মসজিদ: সংযুক্ত আরব আমিরাতের আবুদাবিতে এই মসজিদটি রয়েছে। সৌন্দর্যের জন্য এই মসজিদটি বিশ্বব্যাপি পরিচিতি লাভ করেছে।

কুলশারিফ মসজিদ: রাশিয়ার কাজানে এই মসজিদটি রয়েছে। রাশিয়া ভ্রমণে গেলে প্রতিটি মুসলমানই চেষ্টা করেন এই মসজিদটি ঘুরে আসতে।

কুলশারিফ মসজিদ: রাশিয়ার কাজানে এই মসজিদটি রয়েছে। রাশিয়া ভ্রমণে গেলে প্রতিটি মুসলমানই চেষ্টা করেন এই মসজিদটি ঘুরে আসতে।

ইমাম রেজা সারিন মসজিদ: এই মসজিদটি ইরানে অবস্থিত। ইরানের মুসলিম স্থাপত্যের অনন্য উদাহরণ এই মসজিদটি।

ইমাম রেজা সারিন মসজিদ: এই মসজিদটি ইরানে অবস্থিত। ইরানের মুসলিম স্থাপত্যের অনন্য উদাহরণ এই মসজিদটি।

বাদশাহী মসজিদ: পাকিস্থানের সবচেয়ে ঐতিহ্য মÐিত এই মসজিদটি সে দেশের গর্বের প্রতীক।

বাদশাহী মসজিদ: পাকিস্থানের সবচেয়ে ঐতিহ্য মÐিত এই মসজিদটি সে দেশের গর্বের প্রতীক।

গ্রিন লেন মসজিদ: ইংল্যান্ডে বসবাসরত প্রতিটি মুসলমান এই মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য উন্মুখ হয়ে থাকেন।

গ্রিন লেন মসজিদ: ইংল্যান্ডে বসবাসরত প্রতিটি মুসলমান এই মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য উন্মুখ হয়ে থাকেন।

Check Also

করোনার এই সময়ে হাতের কাছে সেসব জিনিস রাখতেই হবে

কোভিড ১৯-র সংক্রমণ রোধ করার একমাত্র উপায় নিজেকে গৃহবন্দি করা। এই মুহূর্তে বিশ্বজুরে লকডাউন চলছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *