Friday , September 20 2019
Home / বিনোদন / স্বামীর ছবিতে এ কী বললেন দীপিকা

স্বামীর ছবিতে এ কী বললেন দীপিকা

বিনোদন ডেস্ক :  দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের সোনায় সোহাগা জুটি। যেমন জমজমাট পর্দায় তেমনি বাস্তব জীবনেও তারা আইডল জুটি। প্রেম করে বিয়ে করেছেন। সুন্দর-সুখের দাম্পত্য তাদের।

নতুন করে পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকায় তাদের দেখা যাবে আগামী ছবি ‘৮৩’ নামের ছবিতে।

সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বলিউডের মোস্ট হ্যাপেনিং কাপল রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। আর যদি ছবি না থাকে, তাহলে একে অপরের পোস্টে কমেন্টই যথেষ্ট। দীপবীরের ভক্তদের কাছে সেটুকুই বড় পাওনা।

Deepika-1

এবারও হল ঠিক তাই। সম্প্রতি সাউন্ড সিস্টেমের ব্রান্ড জেবিএল’র ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর। তারই কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি। তাতেই পাক্কা ঘরনীর মতো দীপিকা কমেন্ট করেছেন, ‘বাড়ির জন্যেও কয়েকটা নিয়ে এসো প্লিজ। তাহলে কিছু পয়সা বেঁচে যায়।’

তার এই কমেন্টেই মাত নেট দুনিয়া। ইতোমধ্যে সেই পোস্ট ছাড়িয়েছে ৮ লাখ ২০ হাজার লাইক। আর দীপিকার মন্তব্যকে লাইক দিয়েছেন প্রায় দেড় হাজার জন। চলছে রিপ্লাই দেয়ার উৎসব।

Check Also

আমি এবং আমার ছেলে দুজনই সালমান ভক্ত : প্রযুক্তি প্রতিমন্ত্রী

বিনোদন ডেস্ক :  ঐহিত্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর সাত দিনব্যাপী চলবে সালমান শাহ জন্মোৎসব। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *