Thursday , September 19 2019
Home / ফটো গ্যালারি / প্রিয়াঙ্কা হট লুকে হাজির হলেন ভাসুরের জন্মদিনে

প্রিয়াঙ্কা হট লুকে হাজির হলেন ভাসুরের জন্মদিনে

১৫ আগস্ট ৩০ বছরে পা দিয়েছেন জো জোনাস। সেই উপলক্ষে শুক্রবার নিউইয়র্কে করা হয়েছিল বড় পার্টির আয়োজন।

১৫ আগস্ট ৩০ বছরে পা দিয়েছেন জো জোনাস। সেই উপলক্ষে শুক্রবার নিউইয়র্কে করা হয়েছিল বড় পার্টির আয়োজন।

জো জোনাসের এই বার্থডে পার্টির থিম ছিল জেমস বন্ড। থিম অনুযায়ী আমন্ত্রিতরা সেজেছিলেন সাদা ও কালো পোশাকে। কালো পোশাকে কার্যত ‘ট্যুইনিং’ করছিলেন নিক-প্রিয়াঙ্কা।

জো জোনাসের এই বার্থডে পার্টির থিম ছিল জেমস বন্ড। থিম অনুযায়ী আমন্ত্রিতরা সেজেছিলেন সাদা ও কালো পোশাকে। কালো পোশাকে কার্যত ‘ট্যুইনিং’ করছিলেন নিক-প্রিয়াঙ্কা।

পার্টির জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন খ্যাতনামা ডিজাইনার রালফ অ্যান্ড রুশোর তৈরি পোশাক। নিকের পরনে ছিল কালো টাক্সিডো।

পার্টির জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন খ্যাতনামা ডিজাইনার রালফ অ্যান্ড রুশোর তৈরি পোশাক। নিকের পরনে ছিল কালো টাক্সিডো।

প্রিয়াঙ্কার পায়ে ছিল ডিজাইনার ব্র্যান্ড আমিনা মুয়াদি আডওয়ার ক্রিস্টাল স্যান্ডেল। হাতে ‘জিমি চু’র ক্লাচ ব্যাগ।

প্রিয়াঙ্কার পায়ে ছিল ডিজাইনার ব্র্যান্ড আমিনা মুয়াদি আডওয়ার ক্রিস্টাল স্যান্ডেল। হাতে ‘জিমি চু’র ক্লাচ ব্যাগ।

প্রিয়াঙ্কার কানে ছিল ‘ওয়াল্টার্স ফেইথ স্যাকসন’-এর হীরার কানের দুল।

প্রিয়াঙ্কার কানে ছিল ‘ওয়াল্টার্স ফেইথ স্যাকসন’-এর হীরার কানের দুল।

কালো কাট-আউট ড্রেসে সবার নজর কেড়েছেন জো জোনাস ঘরণী সোফি টার্নার। জো পরেছিলেন সাদা স্যুট ও কালো প্যান্ট।

কালো কাট-আউট ড্রেসে সবার নজর কেড়েছেন জো জোনাস ঘরণী সোফি টার্নার। জো পরেছিলেন সাদা স্যুট ও কালো প্যান্ট।

জনপ্রিয় অভিনেতা এমিলিও ভিটলো ও মাইকেল পার্কও উপস্থিত ছিলেন পার্টিতে।

জনপ্রিয় অভিনেতা এমিলিও ভিটলো ও মাইকেল পার্কও উপস্থিত ছিলেন পার্টিতে।

এই মুহূর্তে উত্তর আমেরিকা ও ইউরোপে ‘হ্যাপিনেস বিগিনস’ ট্যুর করছেন নিক, জো, কেভিন জোনাসের গানের ব্যান্ড জোনাস ব্রাদার্স। এর আগেই ওয়াশিংটন ডিসির কনসার্টে কেক নিয়ে জো জোনাসের জন্মদিন পালন করেছিলেন সোফি। আগামী বছর ২২ ফেব্রæয়ারি শেষ হবে তাদের এই ট্যুর।

এই মুহূর্তে উত্তর আমেরিকা ও ইউরোপে ‘হ্যাপিনেস বিগিনস’ ট্যুর করছেন নিক, জো, কেভিন জোনাসের গানের ব্যান্ড জোনাস ব্রাদার্স। এর আগেই ওয়াশিংটন ডিসির কনসার্টে কেক নিয়ে জো জোনাসের জন্মদিন পালন করেছিলেন সোফি। আগামী বছর ২২ ফেব্রæয়ারি শেষ হবে তাদের এই ট্যুর।

Check Also

মায়ের সাথে মোদির অন্যরকম জন্মদিন পালন

প্রতিবারের জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদি । হীরা বেনের পা ছুঁয়ে প্রণাম করলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *