বাগেরহাট প্রতিনিধি : ভারতের সঙ্গে ১৫০ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ১৫ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রোববার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মোংলা পোর্ট পৌরসভার সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ভারতের প্রিমিয়ার সোলার পাওয়ারটেক প্রাইভেট লিমিটেড, বাংলাদেশের সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেড ও মোংলা পোর্ট পৌরসভার প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
মোংলা পোর্ট পৌরসভার ৮৯ একর জমির ওপর নির্মিত দুটি পুকুর ও সংলগ্ন এলাকায় দুই বছরের মধ্যে এই ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৬ মাসের মধ্যে পাঁচ মেগাওয়াট ও পরবর্তী ১৮ মাসের মধ্যে আরও ১০ মেগাওয়াটসহ সর্বমোট ১৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। আর এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি টাকা। যা ভারত সরকার অনুদান হিসেবে দিচ্ছে।