Home / বিনোদন / সব সুন্দরীকে ছাড়িয়ে গেলেন আলিয়া ভাট

সব সুন্দরীকে ছাড়িয়ে গেলেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক :  বলিউড তারকা আলিয়া ভাট নিজেকে প্রমাণ করে চলেছেন। মাত্র ২২ বছর বয়সেই বলিউডে অভিষেক করা এই তারকা নিজের প্রথম ছবিতেই রেখেছেন যোগ্যতার পরিচয়।

তারপর ধীরে ধীরে নিজের সৌন্দর্য ও মেধাকে কাজে লাগিয়ে অর্জন করেছেন একের পর এক সাফল্য।

প্রথমবারের মতো টাইমস ইন্ডিয়ার জরিপে শীর্ষে উঠে এলো এই তারকার নাম। এমন সাফল্যে অভিভূত আলিয়া।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকাররে তিনি জানান, ‘এটা আমার জন্য খুবই সম্মানের। সৌন্দর্যের কারণে তালিকার শীর্ষে আমি। তবে সৌন্দর্যের খ্যাতি আমি কখনো চাইনি। একজন ভালো মানুষ হিসেবে খ্যাতিটা সবার জন্য জরুরি।’

ক্যারিয়ারে আলিয়া ভাট গালি বয়, রাজি ২, স্টুডেন্ট অব দ্য ইয়ারসহ আরো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে সমালোচকদের নজর কেড়েছেন।

Check Also

১৯ বছর পর এই ফিরে আসাটা উপভোগ করছি : চৈতী

বিনোদন ডেস্ক :  নব্বই দশক ছিলো বিটিভির সোনালী যুগ। সেসময় যে ক’জন মডেল ও অভিনেত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *