Wednesday , August 21 2019
Home / আর্ন্তজাতিক / শ্রীলঙ্কায় হামলা : কে এই জাহরান হাশিম?

শ্রীলঙ্কায় হামলা : কে এই জাহরান হাশিম?

আন্তর্জাতিক ডেস্ক   :     শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হন পাঁচ শতাধিক মানুষ। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

গত মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে আইএস, যেখানে জাহরান হাশিম নামে এক ব্যক্তিকে দেখা গেছে।

‘মুসলিম কাউন্সিল অব শ্রীলঙ্কা’-র ভাইস-প্রেসিডেন্ট হিলমি আহামেদ বার্তা সংস্থা এএফপিকে বলছিলেন, ২০১৪ সালে শ্রীলঙ্কার কাত্তানকুডি এলাকায় এনটিজে নামে সংগঠনটি গড়ে তোলেন জাহরান হাশিম। ওই এলাকার একটি ইসলামি কলেজে হাশিম ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু পড়াশোনা শেষ করতে পারেননি হাশিম।

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে অবস্থিত এই কাত্তানকুডি একটি মুসলিম অধ্যুষিত এলাকা।

‘কাত্তানকুডির তাওহিদ মসজিদের সাধারণ মুসলমানরা হাশিমকে বিপজ্জনক মনে করতেন। একবার হাশিম তলোয়ার হাতে বের হয়ে মুসলমানদের হত্যা করতে উদ্যত হয়েছিলেন’,- জানান হিলমি আহামেদ।

তিনি বলেন, হাশিম সম্পর্কে তারা প্রায় তিন বছর আগে পুলিশকে সতর্ক করেছিলেন। ‘হাশিম আগে একা ছিলেন। পরবর্তীতে কোরআন শিক্ষার নামে তরুণ প্রজন্মকে মৌলবাদের পথে পরিচালিত করেন।

ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে হাশিমের অনেক অনুসারী রয়েছে।

ওই হামলার সময় হাশিম নিজে আত্মঘাতী হিসেবে উপস্থিত ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফলে তিনি এখনও বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তা নিশ্চিত নয়।

সূত্র : ডয়েচে ভেলে

Check Also

রাতে সবচেয়ে ভালো ঘুমান ভারত-সৌদির নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক   :     অনেকেরই রাতে ভালো ঘুম হয় না। প্রযুক্তির এই যুগে বেশির ভাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *