Home / ফটো গ্যালারি / বলিউড তারকা বিপাশা বসুর বোনের বিয়ের ছবি

বলিউড তারকা বিপাশা বসুর বোনের বিয়ের ছবি

সাত পাকে বাঁধা পড়লেন বিপাশা বসুর বোন বিজয়েতা। বাবা হীরক বসু জানিয়েছেন, তিন মেয়েকে নিয়ে তিনি বেশ খুশি ছিলেন। এবার তিন জামাই আসাতে তার সংসার আরও পরিপূর্ণ হয়ে উঠল।

সাত পাকে বাঁধা পড়লেন বিপাশা বসুর বোন বিজয়েতা। বাবা হীরক বসু জানিয়েছেন, তিন মেয়েকে নিয়ে তিনি বেশ খুশি ছিলেন। এবার তিন জামাই আসাতে তার সংসার আরও পরিপূর্ণ হয়ে উঠল।

একেবারে বাঙালি মতেই বিয়ে করেছেন বিজয়েতা। বিপাশা ও তার স্বামী করণ সিংহ গ্রোভার সকাল থেকেই উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। বিজয়েতাকে সাজাতেও সাহায্য করেছেন তারা।

একেবারে বাঙালি মতেই বিয়ে করেছেন বিজয়েতা। বিপাশা ও তার স্বামী করণ সিংহ গ্রোভার সকাল থেকেই উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। বিজয়েতাকে সাজাতেও সাহায্য করেছেন তারা।

স্বামী করণ তালরেজার সঙ্গে প্রথমে কোর্ট ম্যারেজ হয়েছিল বিজয়েতার। করণ টি-শার্ট জিন্স পরেছিলেন। বিজয়েতা পরেছিলেন সিল্কের একটা গোলাপি শাড়ি।

স্বামী করণ তালরেজার সঙ্গে প্রথমে কোর্ট ম্যারেজ হয়েছিল বিজয়েতার। করণ টি-শার্ট জিন্স পরেছিলেন। বিজয়েতা পরেছিলেন সিল্কের একটা গোলাপি শাড়ি।

বিয়ের সকালেও একেবারে ছিমছামই ছিলেন বিপাশার বোন। বিপাশা-ই নাকি বারণ করেছিলেন মেকআপ করতে। আর বোনের কথাই মেনে চলেন বিজয়েতা।

বিয়ের সকালেও একেবারে ছিমছামই ছিলেন বিপাশার বোন। বিপাশা-ই নাকি বারণ করেছিলেন মেকআপ করতে। আর বোনের কথাই মেনে চলেন বিজয়েতা।

বিপাশা তো বটেই, তার স্বামী করণও বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

বিপাশা তো বটেই, তার স্বামী করণও বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

বিপাশা বিজয়েতাকে ‘মাই গুড়িয়া, স্টানিং ব্রাইড’ বলে উল্লেখ করেছেন।

বিপাশা বিজয়েতাকে ‘মাই গুড়িয়া, স্টানিং ব্রাইড’ বলে উল্লেখ করেছেন।

বিয়ের অনুষ্ঠান,- যজ্ঞ ও সাত পাকে বাঁধাসহ কনকাঞ্জলি সব নিয়মই পালন করতে দেখা গিয়েছে তাকে।

বিয়ের অনুষ্ঠান,- যজ্ঞ ও সাত পাকে বাঁধাসহ কনকাঞ্জলি সব নিয়মই পালন করতে দেখা গিয়েছে তাকে।

বিপাশার শাড়ি, কানের দুল, মাথায় খোঁপা সবটা মিলে একদম চোখ ফেরানো যাচ্ছিল না। শাড়িতে তাকে লাগছিল চমৎকার। তিনি নিজেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।

বিপাশার শাড়ি, কানের দুল, মাথায় খোঁপা সবটা মিলে একদম চোখ ফেরানো যাচ্ছিল না। শাড়িতে তাকে লাগছিল চমৎকার। তিনি নিজেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।

বিপাশার বোন দিদির বিয়ের দোপাট্টাই পরেছিলেন বিয়েতে। সঙ্গে ছিল লেহেঙ্গাও। রিসপেশনেও সেজেছিলেন লেহেঙ্গাতে। করণ পরেছিলেন স্যুট।

বিপাশার বোন দিদির বিয়ের দোপাট্টাই পরেছিলেন বিয়েতে। সঙ্গে ছিল লেহেঙ্গাও। রিসপেশনেও সেজেছিলেন লেহেঙ্গাতে। করণ পরেছিলেন স্যুট।

বিপাশা ও তার বোন বাবা-মাকে জড়িয়ে ধরছেন, একটি ভিডিওতে এটাও দেখা গিয়েছে। স্বামী করণকে জড়িয়ে ধরেছেন, এমন ছবিও পোস্ট হয়েছে।

বিপাশা ও তার বোন বাবা-মাকে জড়িয়ে ধরছেন, একটি ভিডিওতে এটাও দেখা গিয়েছে। স্বামী করণকে জড়িয়ে ধরেছেন, এমন ছবিও পোস্ট হয়েছে।

বিজয়েতা ও করণ দীর্ঘ দিনের সম্পর্কে ছিলেন। এরপরই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।

বিজয়েতা ও করণ দীর্ঘ দিনের সম্পর্কে ছিলেন। এরপরই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।

বাড়ির দুই জামাইয়ের নাম একই হওয়ায় তাদের হয়তো অন্য ডাকনামে সম্বোধন করা হতে পারে, এমনটাও জানিয়েছে বলিউডের একটি সূত্র।

বাড়ির দুই জামাইয়ের নাম একই হওয়ায় তাদের হয়তো অন্য ডাকনামে সম্বোধন করা হতে পারে, এমনটাও জানিয়েছে বলিউডের একটি সূত্র।

Check Also

এক সময়ের তুমুল আলোচিত নায়িকা যে কারণে আজ নিঃসঙ্গ

মনোবিদ্যায় স্নাতক। পড়েছেন সাংবাদিকতাও। তবে দুটোর কোনোটিকেই পেশা না করে তিনি পা রেখেছিলেন মডেলিং দুনিয়ায়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *