চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রাস্তার থেকে ৩০ লাখ টাকার ১৮ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দর্শনা হঠাৎপাড়া থেকে গহনাগুলো উদ্ধার করা হয়।
দুপুরে চুয়াডাঙ্গা-৬বিজিবির পরিচালক ইমাম হাসান এক প্রেস বিজ্ঞতিতে জানান, ভোরে ভারত থেকে চোরাচালানের একটি বড় চালান আসছে গোপন সংবাদে জানাতে পেরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিশেষ টহল দল নায়েক জহির রায়হানের নেতৃত্বে দামুড়হুদার দর্শনা হঠাৎপাড়া চার রাস্তার মোড়ে অবস্থান নেয়। সকাল সাড়ে ৬টার দিকে একজন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মোটরসাইকেলের লুকানো বক্স হতে ১৮ কেজি ৭০০ গ্রাম (১৬০৩ ভরি) ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।