
গোলাম সারওয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

শ্রদ্ধা জানাতে এসেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষ গোলাম সারওয়ারের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন।

গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে গোলাম সারওয়ারকে শ্রদ্ধা জানানো হচ্ছে।