ঢাকার ডাক ডেস্ক : শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত বছরের (২০১৭) লভ্যাংশের ৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৭৯৯ টাকা দিয়েছে দুটি প্রতিষ্ঠান। এরমধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ৫ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৫৩৬ টাকা ও বিএএসএফ বাংলাদেশ লিমিটেড দিয়েছে ১১ লাখ ৬৯ হাজার ২৬৩ টাকা।
রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর কাছে দুটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
এ পর্যন্ত দেশি-বিদেশি মিলিয়ে মোট ১১৫টি কোম্পানি শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ জমা দিয়েছে। এ তহবিলে বর্তমানে জমার পরিমাণ ৩১০ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে শ্রমিকদের কল্যাণে সহায়তা হিসেবে এ পর্যন্ত প্রায় ২৪ কোটি টাকা দেয়া হয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এ সময় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক আনিসুল আওয়াল, ইউনিলিভারের পরিচালক (মানব সম্পদ) কুনাল শরমা, বিএএসএফ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।