বিনোদন ডেস্ক : নন্দিত উপস্থাপক খন্দকার ইসমাইলকে চেনেন না এমন মানুষ কম পাওয়া যাবে মিডিয়ায়। রসালো কথার গাঁথুনি আর প্রাণবন্ত উপস্থাপনায় তার জুড়ি নেই। জনপ্রিয় এই উপস্থাপক টিভি অনুষ্ঠানের পাশাপাশি একাধিক এক্সক্লুসিভ ইভেন্টের সাথে বরাবরই জড়িত রয়েছেন। এটিএন বাংলায় ‘স্মাইল শো’ নামে একটি ম্যাগাজিন উপস্থাপনা ও পরিচালনা করেছেন খন্দকার ইসমাইল।
নতুন খবর হল এবার স্মাইল শোতে প্রবাসীদের নিয়ে গান করলেন খন্দকার বাপ্পি ও খন্দকার ঈসমাইল । মনিরুজ্জামান মনির কথা, তাহের আলী সুর করা প্রয়াত নায়ক জাফর ইকবালের গাওয়া জনপ্রিয় গান ‘বিদেশ ঘুরে দেশে এল’ গানটির রিমেক করা হয় । নতুন করে গানটির সংগীতায়োজন করেন মোশারফ অাজমী।