ঢাকার ডাক ডেস্ক : জাতীয় সংসদ ভবনের লেকে রুই, কাতলা ও মৃগেলের ৮৪০০ পোনা মাছ ছাড়া হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে সোমবার (২৩ জুলাই) সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ এ মাছ ছাড়েন।
মৎস্য অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম তাজুল ইসলাম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান হুইপ বলেন, কৃষকদের মত জেলেদের ব্যাংক লোনের ব্যবস্থা করলে মৎস্যজীবীরা আর্থিক সংকট থেকে মুক্তি পাবে। একই সঙ্গে জেলেদের জন্য ভিজিএফ এবং ভিজিডি কার্যক্রম বাড়াতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।