ক্যাম্পাস প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নবম তলা থেকে পড়ে স্বপন (২৪) ও মাইদুল ইসলাম (২৬) নামের দুই নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের সঙ্গে কাজ করা অপর শ্রমিক শান্ত দাস জানান, জগন্নাথ হলের ভেতরে পুরাতন আটতলা সন্তুষ ভট্টাচার্য ভবনের উপরের নির্মিত দুই তলায় কাজ চলছিল। আজ ৯ম তলার বাইরে পাশে মাচা বেঁধে দেয়াল আস্তরণের কাজ করছিলেন স্বপন ও মাইদুল। মাচা সরে গেলে দুজনেই ভবনের নিচে পড়ে যান।
এতে দুজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।