অর্থনীতি ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পরবর্তী ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনায় সংশোধনী এনেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৫০তম কমিশন সভায় এই পরিবর্তনের অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে একই বিষয়ে ২০১১ সালের ২ অক্টোবর একটি নির্দেশনা জারি করে বিএসইসি। সেই নির্দেশনায় উদ্যোক্তা/প্রবর্তক শব্দ থাকলেও ‘পরিচালক’ শব্দ ছিল না। সংশোধনীতে উদ্যোক্তা/প্রবর্তক শব্দের পাশাপাশি ‘পরিচালক’ শব্দ যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন, আগের নির্দেশনার সঙ্গে সংশোধনীর খুব একটা বড় ধরনের পার্থক্য নেই। আগের নির্দেশনায় পরিচালক শব্দটি বাদ পড়েছিল। সংশোধনীতে সেটি স্পষ্ট করা হয়েছে।