স্পোর্টস ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ শুরু হওয়ার আগে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের সময় সবাই দাঁড়িয়ে আছেন।

ব্রাজিলের নেইমার বল নিয়ে ছুটছেন। তাকে প্রতিরোধ করার চেষ্টা করছেন কোস্টারিকার হোহান ভেনেহাস। কিন্তু নেইমার ছুটছেন তো ছুটছেন।

ব্রাজিলের ফুটবলারদের দল ম্যাচ শুরুর আগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছেন। কীভাবে ধরাশায়ী করা যায় প্রতিপক্ষকে।

ব্রাজিলের পাওলিনহোর পেছনে কোস্টারিকার ব্রায়ান রুইজ। তাদের লড়াইয়ে উত্তেজনায় ফেটে পড়ে দুই দলের ভক্তরা।

চলছে লড়াই। কোস্টারিকার মার্কো উরেনার কাছ থেকে বল কাড়ছেন নেইমার।

ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস বল নিয়ে ছুটছেন।

বিশ্বকাপে গোল করেও কেঁদে ফেললেন নেইমার। এ কান্না যে আনন্দের কান্না!