এই হচ্ছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজো।

ছোটবেলা থেকেই মেসিকে ভালোবাসেন আন্তোনেলা।

কিশোর বয়সে আর্জেন্টিনা থেকে স্পেনের বার্সেলোনায় চলে যাওয়ার আগেই আন্তোনেলার সঙ্গে মেসির প্রেম শুরু।

মেসি বার্সেলোনায় চলে যাওয়ার পরেও আন্তোনেলার সঙ্গে সম্পর্কে চিড় ধরেনি।

গত বছরের ৩০ জুন বিয়ে করেন মেসি ও আন্তোনেলা।

মেসি-আন্তোনেলা দম্পতির তিন সন্তান আছে।

২০০৮ সালের প্রথমবার মেসি ও আন্তোনেলার সম্পর্কের কথা জানা যায়।

সোশ্যাল মিডিয়ায় মেসি ও আন্তোনেলার চুম্বনের বেশ কয়েকটি ছবি আছে।

দাঁতের ডাক্তার আন্তোনেলা ২০১৬ সালের নভেম্বর থেকে মডেলিং শুরু করেছেন।

মডেলিংয়ে সাফল্য পেয়েছেন মেসির স্ত্রী।