ঢাকার ডাক ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর নৃশংস হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার শিক্ষক সমিতির জরুরি সভা থেকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় জাফর ইকবালের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষকরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান। এছাড়াও এ ঘটনায় তদন্ত কমিটি গঠন, কালো ব্যাজ ধারণ ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।